জাতীয় পরিচয় পত্র সংশোধন। NID Card Correction 2024

Rate this post

আসসালামু আলাইকুম Recentideas.com ব্যবহারকারী সকল ইউজার-দের। কেমন আছেন সবাই? আসা করছি সব সময়ের মতো ভালোই থাকবেন ইনশাআল্লাহ। আজকে আলোচনা করবো জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024  নিয়ে। শিখবো কিভাবে অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংশোধন করা যায়। 

আমাদের মধ্যে এমন অনেকে-ই রয়েছেন যারা জাতীয় পরিচয় পত্রে নিজের নাম, মায়ের নাম বা বাবার নাম অথাবা ঠিকানা ভুল করে থাকেন। সাম্প্রতিক যাদের জতীয় পরিচয় পত্র হচ্ছে তাদেরও অনেক এর নাম বা ঠিকানায় ভুল রয়েছে।

আজকের এই ব্লগ টা যদি সম্পুর্ন শেষ করেন আমি গেরেন্টি দিচ্ছি আপনি নিজে নিজেও ঘরে বসে অনলাইন এ জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য আবেদন করতে পারবেন, নিজের মোবাইল দিয়েই পেমেন্ট করতে পারবেন এবং আপনার জাতীয় পরিচয় পত্রটি সংশোধন করে নিতে পারবেন, জাতীয় পরিচয় পত্র সংশোধন চেক করার নিয়ম জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ।

সতারাং, ব্লগটি সম্পুর্ন পড়ার অনুরোধ রইলো।

ভোটার আইডি কার্ড নাম সংশোধন করতে কি কি লাগে ?

১/ পিতা, মাতা ও স্বামি স্ত্রির নাম সংশোধন এর জন্য

আপনার যদি পিতা/মাতা/স্বামী কে মৃত বলে উল্লেখ করা হয় সেই ক্ষেত্রে আপনাকে  সেই ব্যক্তির জাতীয় পরিচয় পত্র  ডাউনলোড করে অনলাইন কপি দিতে হবে।

২/বিবাহিত না হওয়া সর্তেও যদি বিবাহিত উল্লেখ হয়ে থাকে


নিকটস্থ চেয়ারম্যান বা কাউন্সিলর অফিস থেকে অবিবাহিত প্রত্যায়িত পত্র নিতে হবে।

৩/বিয়ের পর স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চাইলে


বিয়ের নিকাহ নামা এবং স্বামি বা স্ত্রীর জাতীয় পরিচয় পত্রের ফোটকপি অনলাইন বা  নিক্টস্থ কাউন্সিল অফিসে গিয়ে জমা দিতে হবে।

৪/ বিচ্ছেদের পর স্বামী বা স্ত্রীর নাম জাতিয় পরিচয় থেকে বাতিল

সে-ই ক্ষেত্রে আপনাকে বিচ্ছেদের কাগজ (তালাকনামা) জাতীয় পরিচয় পত্র  সহ জমা দিতে হবে।

৬/ বিচ্ছেদের পর নতুন বিয়ে করলে

আগের স্বামীর নামের জায়গায় বর্তমান স্বামীর নাম যুক্ত করতে হলে প্রথম বিবাহবিচ্ছেদের তালাকনামা ও পরবর্তী বিয়ের কাবিননামাসহ সংশোধন ফর্ম পূরণ করে আবেদন করতে হবে।

৭/ পেশা পরিবর্তন করার জন্য

এর জন্য আপনাকে নির্দিষ্ট কোনো প্রমাণ দিতে হবেনা অনলাইনে আবেদন করলেই হয়ে যাবে।

৮/জাতীয় পরিচয় পত্র ছবি পরিবর্তন

সে-ই ক্ষেত্রে আপনি অনলাইন এ আবেদন করতে পারবেন না নিকটস্থ উপজেলা পরিশোধ অফিসে গিয়ে আবেদন করবেন এবং নির্দিষ্ট একটি তারিখে আপনার ফোন এ মেসেজ আসলে ছবি তুলে আসার কিছু দিনের মধ্যে ছবি পরিবর্তন হয়ে যাবে।

৯/স্বাক্ষর পরিবর্তন করতে চাইলে

নতুন স্বাক্ষর এর নমুনা সহ গ্রহনযোগ্য প্রমাণপত্র  সংযুক্ত করে আবেদন করতে হইবে তবে সাক্ষর শুধু একবার-ই সংশোধন করা যাবে।

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন

আপনার জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে শুরুতেই আপনাকে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং চলে যে হবে [এই লিংকে ] এবং জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিষ্ট্রেশন করে সার্বারে প্রবেশ করুন  

যদি রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগিন করে সার্বারে প্রবেশ করুন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

 

প্রবেশ করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন সেখান থেকে নিচে ছবিতে দেখানো প্রোপাইলে ক্লিক করবেন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

 

তারপর দেখতে পারবেন আপনার সম্পুর্ন ডিটেইলস শো করবে সেখান থেকে নিচের ছবিটির মতো এডিট অপশনে ক্লিক করে দিবেন।

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

এরপর বহাল এ ক্লিক করুন।

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

দেখবেন আপনার প্রত্যেক টা ডিটেইলস এর পাশে একটা করে খালি টিকচিহ্ন বক্স এসেছে।

 

 

যে-ইসব ইনফরমেশন আপনি পরিবর্তন করতে চাইছেন আপনি সে-ইসব বক্সে ক্লিক করে পরিবর্তন করে

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

 

HSC Physics 2nd Paper Final Suggestion 2024

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

পরবর্তী বাটন এ ক্লিক করুন।

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

রিভিউ করে নিন যে সব ঠিক আছে কিনা কারণ এর পরেই কিন্তু পেমেন্ট করার পালা তাই ভালো ভাবে দেখে নিন।

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন ফি

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

টেব টা খোলা থাকা আবস্থায় আমরা বিকাশ এপস থেকে কিভাবে পেমেন্ট করবো দেখে আসা যাক।

 

বিকাশ থেকে পে-বিল অপশন এ ক্লিক করুন

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

 

তারপর Nid Service এ ক্লিক করুন

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

এবার Application Type দিবেন (Both Info Correction)

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

 

এবং যেই জাতীয় পরিচয় পত্র সংশোধন করবেন সেই পত্রের নাম্বার টি দিবেন এবং (Process To Pay) তে ক্লিক করবেন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

পেমেন্ট সম্পুর্ন করার পরে ব্রাউজার এ আবার ফিরে এসে একটি রিপ্রেশ করুন এবং পরবর্তী বাটন এ ক্লিক করুন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

এবার যে-ই যে-ই ইনফরমেশন আপনি পরিবর্তন করবেন সে-ই ইনফরমেশন অনুযায়ী কাগজ পত্র স্কেন করে আপলোড করে দিন এবং পরবর্তী বাটন এ ক্লিক করুন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

কাগজ পত্র আপলোড হয়ে গেলে সাবমিট করার আগে ভালো ভাবে পুনরায় দেখে নিন এবং সব ঠিক থাকলে সাবমিট করে দিন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

 

হয়ে গেলো জাতীয় পরিচয় পত্র সংশোধন করার জন্য আবেদন।

এপ্লাই করা ফাইল ডাউলোড করার নিয়ম

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

পুনরায় একদম প্রথম পেজে চলে আসুন এবং প্রোফাইলে ক্লিক করুন,

 

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

দেখবেন এপ্লিকেশন সাবমিট এর পর এডিট এর যায়গায় ডাউনলোড লিখা আসবে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র সংশোধন ফরম ডাউনলোড করে নিন।

জাতীয় পরিচয় পত্র সংশোধন 2024

এরপর অপেক্ষা করুন যদি নাম্বার দিয়ে রেজিষ্ট্রেশন করে ছিলেন সেই নাম্বার এ মেসজ আসলে নিকটস্থ চেয়ারম্যান বা কাউন্সিলর অফিস থেকে কালেক্ট করে নিন।

 

ধন্যবাদ সবাইকে💓

Sharing Is Caring:

Passionate about web development, graphic design, and mobile programming. 🖥️🎨📱 #WebDeveloper #GraphicsDesigner #MobileProgrammer

Leave a Reply

Discover more from RECENT IDEAS

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Open chat
Scan the code
Recent Ideas
Hello 👋
Can we help you?
Basketball update : USA Basketball vs South Sudan recap LeBron James & Co. advance to Olympic quart The Red Hulk Smashes In First ‘Captain America: Brave New World’ Trailer Released
Enable Notifications OK No thanks