HSC Physics 2nd Paper Suggestion 2024

Rate this post

HSC Physics 2nd Paper Suggestion 2024

আসসালামু আলাইকুম নতুন একটি পোস্টে সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলব এইচ এস সি ২০২৪ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন নিয়ে। HSC Physics 2nd Paper Suggestion 2024 এর সকল কিছু পোস্ট এর নিচের দিকে পাবেন। ইতিমধ্যে এইচএসসি ব্যাচের কয়েকটা পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেছে। গত কিছুদিন আগে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হয়েছিল। আগামী ১৫ই জুলাই ২০২৪ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা।

পদার্থবিজ্ঞান বিজ্ঞানের অন্যতম একটি বিষয়। পদার্থবিজ্ঞান গাণিতিক সমাধান নিয়ে এইচএসসি সিলেবাস তৈরি করা হয়েছে । পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষার জন্য এবার সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। সংক্ষিপ্ত সিলেবাস থেকে আজকের পোস্টে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সৃজনশীল এবং MCQ সাজেশন।

আমাদের আজকের পোষ্টের মাধ্যমে আমরা সংক্ষিপ্ত সিলেবাস এর প্রতিটি চ্যাপ্টার থেকে সৃজনশীল প্রশ্নের পিডিএফ দিব। আপনারা যদি সাজেশন থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের প্রশ্নগুলোর সমাধান করে থাকেন এবং অংক গুলোর সমাধান করে থাকেন তাহলে পরীক্ষার অধিকাংশ কিছুই কমন চলে আসবে ইনশাআল্লাহ।

HSC Physics 2nd Paper Chapter List 2024

Chapter 01 : তাপগতিবিদ্যা (Thermodynamics) [ ✔✔✔ ]

Chapter 02 : স্থির তড়িৎ(Static Electricity) [ ✔✔✔ ]

Chapter 03 : চলতড়িৎ(Current Electricity) [ ✔✔✔✔✔ ]

Chapter 07 : ভৌত আলোকবিজ্ঞান(Physical Optics) [ ✔✔✔ ]

Chapter 08 : আধুনিক পদার্থবিজ্ঞান(Modern Physics) [ ✔✔✔]

Chapter 09 : পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান(Atomic Model & Nuclear Physics) [ ✔✔ ]

Chapter 10 : অর্ধ-পরিবাহী ও ইলেকট্রনিক্স(Semi-conductor & Electronics) [ ✔✔✔ ]

Physics 2nd Paper Creative Question

সৃজনশীল প্রশ্ন ১ : একটি ২৫০ সেমি দৈর্ঘ্যের লম্বা ও সোজা পরিবাহী তারের মাজখান দিয়ে 6A মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে। তড়িৎ্বাহী তারটিকে এরপর বৃত্তাকারে বাকানো হলো যাতে এর দুই প্রান্ত কেন্দ্রে 40 ডিগ্রী কোণ উৎপন্ন করে।

 

ক. অ্যাম্পিয়ারের সূত্রটি বিবৃত কর।

খ. লোহা ও আ্যালুমিনিয়াম যে চৌম্বক পদার্থের অন্তুর্ভুক্ত তাদের সাধারণ ধর্ম তুলনা কর।

গ. লম্বা ও সোজা অবস্থায় তারটি হতে 5cm দূরের কোন বিন্দুতে চৌস্বকক্ষেত্রের মান বের কর।

ঘ. দ্বিতীয় ক্ষেত্রে বৃত্তের কেন্দ্রে কীভাবে চৌম্বকক্ষেত্র হিসাব করবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ কর।

 

 

সৃজনশীল প্রশ্ন ২ : মুহাসিন একটি 0.99c বেগে চলন্ত মহাকাশযানের যাত্রী হয়ে 4 আলোকবর্ষ দূরের প্রতিবেশী নক্ষত্র তৌহিদুল ভিলার দিকে চলছে।

 

ক. প্রসঙ্গ কাঠামো কী?

খ. সময় সম্প্রসারণ ও দৈর্ঘ্য সংকোচনের মধ্যে সম্পর্ক স্থাপন কর।

গ. মুহাসিন এর হিসাবে এবং পৃথিবীতে থাকা তার আত্মীয়দের হিসাবে নক্ষত্রটিকে পৌছাতে তার কত সময় লাগবে তা নির্ণয় কর।

ঘ. তার পিতা-মাতার চেয়ে বয়সে বড় হতে চাইলে মুহাসিনকে কী করতে হতো তা আপেক্ষিক তত্তের সাহায্যে ব্যাখ্যা কর।

HSC Physics 2nd Paper Suggestion All Board

HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Dhaka Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Chittagong Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Comilla Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Sylhet Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Jessore Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Rajshahi Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Mymensingh Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Dinajpur Board


HSC 2024 Physics 2nd Paper Suggestion 2024 Barishal Board

 

 

HSC Physics Exam Preparetion

পদার্থবিজ্ঞান পরিক্ষার আগে আপনি যেভাবে পড়লে আপনার পড়া মনে থাকবে। আপনি ভালোভাবে আপনার পড়া শেষ করতে পারবেন তার জন্য আপনাদের সাথে একটা রুটিন শেয়ার করছি। এটা ফলো করলে আপনারা আপনাদের বেস্ট আউটপুট টা পরিক্ষায় দিয়ে আসতে পারবেন।

HSC Physics 2nd Paper Suggestion PDF

এই পোস্টে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের সাজেশন দিচ্ছি । পিডিএফ এর ভিতরে পাবেন প্রতিটি অধ্যায়ের বিগত বছর থেকে আসা প্রশ্নএবং উত্তর, গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্ন। আপনারা যদি সাজেশন ৫০% করেও কমপ্লিট করে থাকেন প্রতিটি অধ্যায় থেকে তাহলে অনেক কিছু কমন পাবেন ইনশাআল্লাহ।

HSC Physics 2nd Paper Question 2024

এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র প্রশ্ন যদি আমরা বিশ্লেষণ করে থাকি তাহলে দেখা যায় যে মোটামুটি কয়েকটা অধ্যায় থেকে বারবার প্রশ্ন রিপিট হয় । এবং প্রশ্নের মান কিছুটা কঠিন হয়ে থাকে তার মধ্যে আমরা যদি সংক্ষিপ্ত সিলেবাস এর অধ্যায় গুলো থেকে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখব যে –
সবচেয়ে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা থাকে:
তৃতীয় অধ্যায় চলো তড়িৎ
দ্বিতীয় অধ্যায় স্থির তড়ি
প্রথম অধ্যায় তাপ গতিবিদ্যা
সপ্তম অধ্যায় ভৌত আলোকবিজ্ঞান
থেকে |

নিচে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন, নোটস, সৃজনশীল প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন ইত্যাদির পিডিএফ লিংক দেওয়া হল :

Download HSC Physics 2nd Paper 2024 Suggestion, Notes, Question PDF

ধন্যবাদ আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আর নতুন নতুন পোস্ট ও সাজেশন পেতে আমাদের সাইটের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ।

Sharing Is Caring:

Do it now or never

Leave a Reply

Discover more from RECENT IDEAS

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Open chat
Scan the code
Recent Ideas
Hello 👋
Can we help you?
Basketball update : USA Basketball vs South Sudan recap LeBron James & Co. advance to Olympic quart The Red Hulk Smashes In First ‘Captain America: Brave New World’ Trailer Released
Enable Notifications OK No thanks